Logo
Logo
×

সারাদেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রাশেদ বিকুল দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

জানা গেছে, খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় সন্ত্রাসী বি কোম্পানির অন্যতম সদস্য আব্দুল বাছেদ বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি গুলি করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ বিকুলকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে।

রূপসা থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক মীর গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন