Logo
Logo
×

সারাদেশ

‘মোস্তাফিজকে চেন্নাই নিলে ধোনিকে কি গাদ্দার বলা হতো’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

‘মোস্তাফিজকে চেন্নাই নিলে ধোনিকে কি গাদ্দার বলা হতো’

ছবি : সংগৃহীত

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো ‘যুদ্ধ’ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খাদের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

অথচ ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে? যে কারণে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট দল।

মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় জনপ্রিয় সাংবাদিক সন্দীপ দ্বিবেদী ইন্ডিয়ান এক্সপ্রেসে এক কলামে লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংসও তো মোস্তাফিজকে ৯ কোটি রুপি পর্যন্ত দিতে চেয়েছিল। চেন্নাই যদি নিলাম থেকে নিত, তাহলে কি মহেন্দ্র সিং ধোনিকেও গাদ্দার বলা হতো? প্রশ্নটার উত্তর সবাই জানেন।’

তিনি আরও লিখেছেন, ‘শাহরুখ খান নিশ্চয়ই চাননি তার সিনেমার গল্প বাস্তব জীবনে এমন নির্মমভাবে ফিরুক। চাক দে ইন্ডিয়া ছবিতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করার পর ভারতীয় হকির খেলোয়াড় কবির খানকে একঘরে করে দেওয়া হয়েছিল। বাড়ির দেয়ালে কয়লা দিয়ে গাদ্দার লেখা হয়েছিল। এত বছর পর বাস্তব জীবনেও সেই গল্পই ফিরল।’

সন্দীপ লিখেছেন, ‘আজকাল খেলাধুলা কিংবা বিনোদন সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলেও টেলিভিশনের সামনে বিশেষজ্ঞ বনে যাচ্ছেন। আইপিএল নিলামের নিয়ম না বুঝে, ক্রিকেটে শাহরুখ খানের অবদান না জেনে অবলীলায় উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। পারও পেয়ে যাচ্ছেন অনেকে। ভাগ্য ভালো মুম্বাইয়ের মান্নাতের (শাহরুখের বাড়ি) দেয়ালগুলো এখনো সাদা। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কট্টরপন্থী ধর্মীয় নেতা ও রাজনীতিবিদরা শাহরুখ খানকে গাদ্দার বলেছেন।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন