Logo
Logo
×

সারাদেশ

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

সুনামগঞ্জের দিরাই উপজেলার দুটি লাউ বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে লাউ দুটো দান করা হয়। পরে এ দুটি লাউ নিলামে তুললে সেই দামে তা বিক্রি করা হয়।

জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ আসর থেকে শনিবার ফজর পর্যন্ত এ মাহফিলে বয়ান চলতে থাকে। বয়ান চলাকালে চিরাচরিত নিয়ম অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলে বিভিন্ন জিনিস দান করেন।

এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে দানকৃত সব জিনিস নিলামে বিক্রি করা হয়। এর মধ্যে দুটি লাউ নিলামে উঠলে, এতে অংশ নেন একাধিক ব্যক্তি। দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন কালবেলাকে বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি আমাদের এলাকার মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় নিলাম হওয়া মূলত একটি প্রতীকী ঘটনা। এটি মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতারই প্রতিফলন।

এ ঘটনা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আবেগ ও সম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন