Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় যশোর সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

ঢাকায় যশোর সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

ছবি : সংগৃহীত

ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন ‘যশোর সাংবাদিক ফোরাম ঢাকা’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

শুক্রবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলকে আহ্বায়ক, সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদিকে সদস্য সচিব ও সময় টিভির রিপোর্টার হাসান ওয়ালীকে মুখ্য সংগঠক করে মোট ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা ও দৈনিক ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নয়া দিগন্তের খালেদ সাইফুল্লাহ, এনটিভির সৈয়দ আহসান কবীর, বাংলানিউজের তানভীর আহমেদ, আমার দেশের লাবিন রহমানকেযুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্টার নিউজের হাবিবুল ইসলাম হাবিব, এশিয়া পোস্টের আব্দুল আলীম, রূপালী বাংলাদেশের মেহেদী হাসান খাজা, দেশকাল নিউজের নিশাত বিজয়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজের বরকত উল্লাহ সুজন, কালবেলার রাজকুমার নন্দী, যায়যায়দিনের সুলতান মাহমুদ রিপন, বণিক বার্তার সাইফ উদ দৌলা রুমি, সমকালের আবদুস সামাদ আজাদ, সময় টিভির সুরাইয়া নাজনিন, দেশ রূপান্তরের আব্দুল হামিদ, কালবেলার রকি আহমেদ, রূপালী বাংলাদেশের এফ এ শাহেদ, জনবাণীর আজহারুল ইসলাম সুজন, রূপালী বাংলাদেশের হাসান মাহমুদ, এশিয়া পোস্টের এনামুল হোসাইন, কালবেলার মুতাসিম বিল্লাহ, যমুনা টিভির রুবেল হাসান, দেশ বর্তমানের গাজী আক্তার, দৈনিক আজকের পত্রিকার জয়নাল আবেদীন, স্টার নিউজের সোহাগ শাহরিয়ার, ঢাকা মেইলের এনামুল হোসেন, কালবেলার নূরে আলম সিদ্দিকী জুয়েল, আমার সংবাদের রুমান হাসান তামিম, এটিএন নিউজের এসআই রাজ, জনকণ্ঠের ফয়সাল আহমেদ, শীর্ষ খবরের এআর রাজ, রূপালী বাংলাদেশের তারিনা সুলতানা, বাসসের পলিয়ার ওয়াহিদ ও ডেইলি ক্যাম্পাসের তৌহিদুর রহমান তুহি।

এ সময় যশোরের স্বার্থরক্ষা এবং সাংবাদিকতার উৎকর্ষ সাধনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সবাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন