দেশে গৃহযুদ্ধ হতে পারে: জাতীয় পার্টির মহাসচিব
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ইসির দাঁত আছে, শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে। ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে- এমন দাবি জানিয়ে জাপা মহাসচিব বলেন, মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি।
তিনি বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
৩০ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেবেন।



