Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা

খুলনার পাইকগাছায় সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে ‘সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে পাইকগাছা থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানার ওসি মো. গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

থানার তদন্ত ওসি ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম। 

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক মোসলেম উদ্দীন, আব্দুল আজিজ, এইচ এম শফিউল হাজরা, জিয়াউদ্দিন নায়েব, অ্যাডভোকেট এসকেন্দার, শিক্ষক প্রতিনিধি ও সুপার বাহারুল ইসলাম, আনিছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন।

সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তি বজায় রাখা এবং পাইকগাছায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন