Logo
Logo
×

সারাদেশ

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে দুবাই যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে

শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, গুলিহত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলা রয়েছে।

শাহজালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনকে আটকের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ঢাকায় গিয়েছে। আমরা নিশ্চিত হয়ে তাকে রিসিভ করার পর বিস্তারিত জানাবো। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন