Logo
Logo
×

সারাদেশ

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নেভি সদস্যসহ তিনজন নিহত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নেভি সদস্যসহ তিনজন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাফিজ আহমেদ অয়ন। তিনি একজন মার্চেন্ট নেভি সদস্য এবং মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে কর্মস্থলে ফিরছিলেন তিনি। অপর দুই নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন