Logo
Logo
×

সারাদেশ

ভালুকায় পোশাকশ্রমিক দিপু হত্যার পর লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

ভালুকায় পোশাকশ্রমিক দিপু হত্যার পর লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

গ্রেপ্তার ইয়াছিন আরাফাত ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশর এলাকায় শেখবাড়ী মসজিদে ইমামতি করতেন এবং মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ইয়াছিন আরাফাত কারখানার গেটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করেন। এরপর দিপু চন্দ্র দাসকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনেহিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর নেতৃত্ব দেন তিনি।

ঘটনার পর গত ১৮ ডিসেম্বর থেকেই ইয়াছিন আরাফাত আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় তিনি প্রায় ১২ দিন ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফফা মাদ্রাসায় শিক্ষকতার জন্যও যোগ দেন।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ৯ জন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন