বাঞ্ছারামপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিলিন্ডার গ্যাস ডিলারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আসাদনগর ও সদর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বাঞ্ছারামপুর পৌরসভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের প্রকাশিত সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস (বোতলজাত) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪০ ধারায় একটি খুচরা দোকানকে ৫ হাজার ও অপর এক ডিলারকে ২০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া জানান, “ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে খাদ্যদ্রব্যসহ গ্যাসের দাম রাখা হচ্ছে। এমন অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।”
এদিকে, এলাকাবাসীর দাবি ১৪শ টাকার গ্যাস ১৮শ টাকায় বিক্রি হচ্ছে। প্রশাসন উপজেলার সর্বত্র তদারকি না করলে বাড়তি দাম দিয়েই কিনতে হবে সিলিন্ডার গ্যাস।



