নির্বাচনে তরুণ, নতুন ও পরিবর্তনের পক্ষে একচেটিয়া রায় আসবে : তুষার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনে এনসিপি মনোনীত প্রার্থী সারোয়ার তুষার বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে এবারের নির্বাচনে তরুণদের পক্ষে, নতুনদের পক্ষে ও পরিবর্তনের পক্ষে একচেটিয়া রায় আসবে।
তিনি বলেন, আমরা নরসিংদীর পলাশের বিভিন্ন প্রান্তে কাজ করছি, মানুষের সঙ্গে কথা বলছি, জনসংযোগকালে দেখতে পাচ্ছি, মানুষ একটা পরিবর্তন চায়। একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায় যেখানে তারা তাদের মতামতটা প্রকাশ করতে পারবে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশের সুলতানপুর তৌহিদ মেমোরিয়াল হাই স্কুল মাঠে জাতীয় ছাত্রশক্তি পলাশ উপজেলার উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১১ দলীয় জোট হওয়ার কারণে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। জোটের সকল ভোট এক বাক্সে পড়াতে আমাদের জয় কেউ রুখতে পারবে না। খুব শিগগির পলাশে জোটের প্রার্থীর নাম ঘোষণা আসবে। আমরা নতুন দল ও শাপলা কলি মার্কার পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছি। আমরা জোটের সঙ্গে মিলেমিশে কাজ করছি। আমরা বাংলাদেশপন্থি ও আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো একসঙ্গে আসার কারণে জোটের যেই প্রার্থী হবে সে বিপুল ভোটে জয়লাভ করবে।
এনসিপি মনোনীত প্রার্থী বলেন, আধিপত্যবাদ বিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদির সব খুনিদের এখনো সরকার গ্রেপ্তার করতে পারেনি। আমরা এর বিচার দাবি করছি। আর শহীদ ওসমান হাদীর স্মৃতি ও বীরগাথা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে হাদিকে জীবন্ত রাখতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলার সেক্রেটারি ইকরাম হোসেন, এনসিপির নরসিংদী জেলার সদস্য সচিব আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক সামিজুল ইসলাম ভূইয়া, খেলাফত মজলিশের চরসিন্দুর ইউনিয়নের আহবায়ক মাসুদুর রহমান, এনসিপির পলাশ উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, এনসিপির চরসিন্দুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সাব্বির ভূইয়া, জাতীয় ছাত্রশক্তির পলাশ উপজেলার আহ্বায়ক আল হাসিব ফারাজ সহ প্রমুখ।



