Logo
Logo
×

সারাদেশ

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা

চাঁদাবাজির একটি মামলায় ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাতকে (সুরভী) দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

এর আগে বেলা একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক জুলাই যোদ্ধা তাহরিমার দুই দিনের রিমান্ড আদেশ দেন। এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান বলেন, দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক তাহরিমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলেই রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হলে অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে আসামির জামিন মঞ্জুর করেন। আদালতের প্রক্রিয়া শেষ করে কাগজপত্র কারাগারে দ্রুত পাঠাতে পারলে আজই তাঁর মুক্তি পাওয়া সম্ভব।

রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে তাহরিমা বলছিলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনোরকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

তাহরিমাকে আজ আদালতে তোলা হবে শুনে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জড়ো হন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। তাঁরা তাহরিমার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এজলাসে শুনানি শেষে বিচারক তাহরিমার রিমান্ড মঞ্জুর করলে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার বাদী নাইমুর রহমান (দুর্জয়) নামের এক সাংবাদিক। এ মামলায় গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুরের টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। মামলায় তাঁর বয়স ২১ উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ (অপু) বলেন, ‘তাহরিমা জান্নাত বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। আমি তাঁকে চিনি, তবে তিনি আমাদের কমিটিতে নেই।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন