Logo
Logo
×

সারাদেশ

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

ছবি : সংগৃহীত

আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এতে ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী (নড়াইল)-এর সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ি চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাত দল আহতদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ডাকাতরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন