Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রিতে

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রিতে

ছবি : সংগৃহীত

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন রেকর্ড। সোমবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও বাতাসের আর্দ্রতার কারণে জেলাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ ও ছিন্নমূলরা।

শীত নিবারণে সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। পেটের তাগিদে বাইরে বের হওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে।

রিকশাচালক হোসেন মিয়া বলেন, তীব্র শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যাত্রী না থাকায় সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত তার আয় হয়েছে মাত্র ১০০ টাকা।

ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এর প্রভাব পড়ছে কৃষিতেও। কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা চাষাবাদ কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

এ বিষয়ে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন