Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের ইতিবাচক প্রতিক্রিয়া: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের ইতিবাচক প্রতিক্রিয়া: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহল ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তর ঘটবে এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আন্তর্জাতিক মহল আশা করছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, দেশের সব জনগোষ্ঠী— মুসলমান, হিন্দু, পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। ইতোমধ্যে ৮০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার নানা অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা একদলীয় ফ্যাসিবাদ চালু করেছিল। যুবলীগ না করলে চাকরি পাওয়া যেত না। তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে থেকে আওয়ামী লীগ ভয়ংকর মিথ্যাচার ছড়াচ্ছে এবং ৩ হাজার পুলিশ হত্যার বিষয়টি তাদের চরম মিথ্যাচার।

মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নিতাই গৌর গোপাল, সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারী, তরুণ ভৌমিকসহ অন্যরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন