Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়িতে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়িতে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাম্প থেকে টহলে যাওয়ার সময় নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে।

নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। নাসিম উদ্দিন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে অস্ত্র বুঝে নেন বিজিবি সদস্য নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ক্যাম্পের ব্যারাকের পূর্ব পাশে বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয়।

সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, "এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন