Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, কুড়িগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, কুড়িগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম শহরে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনায় পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার সাঁটানো হলে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাৎক্ষণিক অভিযান শুরু করে। একপর্যায়ে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাস থামিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচ তরুণকে আটক করা হয়। ডিবি কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, দুপুরে কলেজ মোড়সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠনটির পোস্টার লাগানো হয়। এ তথ্য পাওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালায়। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে বাসে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়

আটক ব্যক্তিরা হলেনজাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, আটক তরুণরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিবাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন। সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী। ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী।

ডিবি জানায়, পোস্টার লাগানোর স্থানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাঁরা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণা চালাচ্ছিলেন। আটক তরুণদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

এদিকে আটক হওয়ার পর পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে লাগানো পোস্টার খুলে ফেলে। পাঁচ তরুণ আটকের পরপরই পুলিশ সদস্যদের পোস্টার অপসারণ করতে দেখা যায়।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন