রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা কমে আসায় গত কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ।
গত তিন দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর হিম বাতাসে প্রতিদিনই বাড়ছে শীতের দাপট। এতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে রাতযাপন করছেন ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
দিনমজুররা জানান, আজ খুবই ঠান্ডা। এর কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তাই কাজও হলো না। আগে যেখানে সপ্তাহে অন্তত ৫ দিন কাজ পাওয়া যেত, এখন এই শীতে সপ্তাহে বেশিরভাগ দিন কাজ মেলে না।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রহিদুল ইসলাম বলেন, বুধবার রাত ৩টা থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে। ভোরের পর থেকে কুয়াশা বেশি দেখা যায়। ঘন কুয়াশার কারণে ঝিরিঝিরি বৃষ্টির অনুভূতি হয়। রাজশাহীসহ উত্তরপশ্চিমের এলাকাগুলোতে এ পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করবে।



