Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের শোক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের শোক

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মেহবুব মনির স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন। 

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

শোক বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। দল, মত, পথের উর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী বেগম খালেদা জিয়ার প্রয়াণে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

শোক বার্তায় আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। বহুদলীয় গণতন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবন, নানা প্রতিকূলতা, কারাবাস ও অসুস্থতার মধ্য দিয়েও তিনি নিজের অবস্থান ও মতাদর্শে অবিচল ছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল এক শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক এসকে রাসেলহ সকল সদস্য অন্তর থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছিল তাকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন