Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

শেরপুরে ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে এ ফলাফল ঘোষণা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছোনকা হাইস্কুলের শিক্ষক মো. লিটনসহ ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকামণ্ডলী নিজ নিজ শ্রেণির দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকারা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন