Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে বাঞ্ছারামপুরবাসীর ভূমিকা গুরুত্বপূর্ণ : জোনায়েদ সাকি

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে বাঞ্ছারামপুরবাসীর ভূমিকা গুরুত্বপূর্ণ : জোনায়েদ সাকি

ছবি : যুগেরচিন্তা

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে বাঞ্ছারামপুরবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় বাঞ্ছারামপুরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বিনিয়োগ খাতে উন্নয়ন নিশ্চিত করা গেলে এ অঞ্চল একটি গুরুত্বপূর্ণ উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে।

রোববার (২৯ ডিসেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের ‘মাথাল’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত ও নিপীড়িত যোদ্ধাদের ত্যাগ ও সংগ্রাম থেকেই নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা নিতে হবে। বাঞ্ছারামপুরকে ঐক্যবদ্ধ রেখে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুম, খুন ও বিভিন্ন ধরনের অন্যায়ের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সামাজিক সেবা সম্প্রসারণ এবং মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করাই গণসংহতি আন্দোলনের রাজনীতির মূল লক্ষ্য। পাশাপাশি বাঞ্ছারামপুরকে বিনিয়োগ ও পর্যটনের সম্ভাবনাময় এলাকায় পরিণত করতে শিল্প-কারখানা স্থাপন ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে উল্লেখ করেন তিনি।

তরুণদের প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের উপযোগী পরিবেশ গড়ে তুললে দেশ ও সমাজ উপকৃত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন