কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৬১ জন প্রার্থী
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬ টি সংসদীয় আসনে ৬১ জন প্রার্থী হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের দেওয়া তালিকা মতে নির্বাচনে বিএনপি ৬ টি আসনে এবং জামায়াতে ইসলামী ৫ টি আসনে অংশ নিচ্ছে। এ ছাড়াও জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন, সিপিবি, বাসদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ ফোরাম, গণতন্ত্রি পার্টি, মুসলিম লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল একাধিক আসনে প্রার্থী দিয়েছে।
নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হচ্ছেন, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে সাবেক মন্ত্রি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে নতুন যোগ দেয়া সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
তবে দলীয় মনোনয়নের বাইরেও বিএনপি থেকে বিদ্রোহি হিসাবে স্বতন্ত্র প্রার্থী আছেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে চারজন। তারা হচ্ছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল হোসাইন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
এ ছাড়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে বিদ্রোহি হিসাবে স্বতন্ত্র প্রার্থী আছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা এবং কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
জামায়াতে ইসলামীর প্রার্থীরা হচ্ছেন, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে ডাঃ জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে শেখ মোঃ রোকন রেজা এবং কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে অধ্যাপক মোঃ রমজান আলী।
তাদের বাইরে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন সাবেক মন্ত্রি ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।



