Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম

ছবি : সংগৃহীত

বগুড়া-৪ আসন থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলন মনোনয়ন উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি৷ এখন ঢাকায় আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হিরো আলম৷ 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-৪ আসনের জন্য বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করি।  তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য তাকে ফেরত পাঠানো হয়। পরে কাগজপত্র সংশোধন করে পুনরায় রিটার্নিং কার্যালয়ে আসতে আসতে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে আর মনোনয়ন পত্র জমা দিতে পারিনি। 

তিনি আরও বলেন, ঢাকায় আপিল করার জন্য প্রস্তুতি নিতে হবে৷ দেখি এ ব্যাপারে কি করা যায়! 

বগুড়া জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, আশরাফুল আলম মনোনয়নপত্র উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেন৷ তাকে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন