বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার বিভিন্ন আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। একই সময়ে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, এনামুল হক নতুন, এনামুল হক শাহীন, আব্দুর রহিম পিন্টু, এনামুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, ময়নুল হক বকুলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল ও গোলাম রব্বানী নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে বিভিন্ন দিন বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন।



