Logo
Logo
×

সারাদেশ

গভীর রাতে ৫০০ কম্বল নিয়ে শীতার্তদের পাশে চট্টগ্রামের ডিসি

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

গভীর রাতে ৫০০ কম্বল নিয়ে শীতার্তদের পাশে চট্টগ্রামের ডিসি

ছবি : সংগৃহীত

শীতের তীব্রতা বিবেচনায় গভীর রাতে নগরীর বিভিন্ন জায়গায় নেমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি নিজে উপস্থিত থেকে মহানগরের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত নগরীর ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন স্থান এবং মেহেদীবাগ এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন।

শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সশরীরে উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেয়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন