Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া শেষে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি নেতা কর্মীদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমি প্রথমেই আমাকে ধানের শীষ প্রতীক দেওয়ায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবেনা। এবার নির্বিঘ্নে যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি বিজয়ী হলে বিএনপি নেতাকর্মীর সহ সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে মনের মতো করে সাজাবো। রূপগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করে মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা করছি। আমি বিজয়ী হলে প্রথমেই শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবো। রূপগঞ্জের যে পরিমাণ উন্নয়ন কাজে বরাদ্দ আসে তার চেয়ে অনেক বেশি বরাদ্দ আনার ব্যবস্থা করব। যাতে করে রূপগঞ্জকে মনের মত করে সাজাতে গিয়ে সকল উন্নয়ন কার্যক্রম চালাতে পারি।

এর আগে, বেলা ১১ টার দিকে মোটর গাট রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিল শেষে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে তিনি নিজ হাতে করতে পারেন সেজন্য সকলে দোয়া করি আমরা। এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আবারো আমরা বুক ফুলিয়ে চলতে পারব।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, আশরাফুল হক রিপন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান মোহাম্মদ, বিএনপি নেতা আলমগীর হোসেন টিটু, আব্বাসউদ্দিন ভূঁইয়া, আবু মোহাম্মদ মাসুমসহ আরো অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন