Logo
Logo
×

সারাদেশ

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাাতলের দাবিতে আয়োজিত মশাল মিছিলে গিয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। 

মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের চন্দু মিয়ার ছেলে। তিনি মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার রাতে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে আয়োজিত মশাল মিছিলটি বের হলে হঠাৎ করেই মিজানুর রহমান বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, সন্ধ্যার পরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে পুরাতন স্টেডিয়াম থেকে মশাল মিছিলটি বের করি। মিছিল চলাকালীন সময়ে হঠাৎ করে মিজানুর রহমান অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমন মৃত্যু আমাদের জন্য খুবই মর্মান্তিক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মশাল মিছিল চলাকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন