Logo
Logo
×

সারাদেশ

ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা সরারচর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি বাজিতপুর পৌর ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজিতপুর-কটিয়াদি সড়ক ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে এক ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে নেতা-কর্মীরা। এতে বাজিতপুর ও নিকলী দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

এর আগে গত বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সরারচর রেল স্টেশনে রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে অন্তত এক ঘণ্টা ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আটকে পড়েন হাজারে যাত্রী। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে দুপুর ৩টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এসময় ইকবালের অনুসারী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকালে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এ হসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবালের কর্মী- সমর্থকরা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন প্রাপ্তির ঘটনায় শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে টানা কর্মসূচি ঘোষনা দেন।

এসময় বিএনপিতে সদ্য যোগদান করা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল চেয়ে শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে জোর দাবি জানান ইকবালের কর্মী- সমর্থকরা। অন্যথায় এই আসনে বিএনপির ভরাডুবি হবে বলে হুশিয়ারি দেন তারা। ইকবাল ছাড়া কারও পক্ষে বিএনপির নেতাকর্মীরা কাজ করবে না বলেও জানানো হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির তাঁর বক্তব্যে বলেন, নিকলী-বাজিতপুর এলাকার মানুষ ইকবাল ভাইকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা, এর বাইরে কাউকেই মেনে নেয়া হবে না। এজন্য লাগাতার কঠোর আন্দোলনের কর্মসূচি নেয়া হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন