Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

চাঁদপুরে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় অংশগ্রহণ শেষে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীরা ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে ঝালকাঠি ফিরছিলেন। রাতের ঘন কুয়াশার মধ্যে ‘সম্রাট’ নামক লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় লঞ্চের ৩০ জন যাত্রী আহত হন। ঝালকাঠিগামী ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ঝালকাঠি জেলা পুলিশ ও নৌপুলিশ লঞ্চঘাটে অবস্থান করছেন। আহত যাত্রীরা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ৭ থেকে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন