Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫) এবং তার নাতনি অনাদি আক্তার (১৩), বাবু মিয়ার মেয়ে।

রেলওয়ে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি-নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম হাঁটতে বের হলে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অনাদিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন