Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে তালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একে একে নিভে যাচ্ছে প্রাণ। আট বছরের শিশু আয়েশা আক্তার বিনতির মৃত্যুর পর এবার তার বড় বোন সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছেন। শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

নিহত স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির মৃত্যু হয়।

এ ঘটনায় বেলাল হোসেন, বড় মেয়ে স্মৃতি এবং মেজো মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার বিথি দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ এবং বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হওয়ার কথা জানান চিকিৎসকরা। বিথি চিকিৎসা শেষে পরদিনই হাসপাতাল থেকে ছাড় পেলেও স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি মারা যান।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুটি তালাবদ্ধ এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে শিশু আয়েশার মৃত্যু হয়। এবার চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা মামলা করেছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন