Logo
Logo
×

সারাদেশ

অবশেষে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনজুর এলাহী

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

অবশেষে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনজুর এলাহী

ছবি : সংগৃহীত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। 

বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি (টিকেট) হস্তান্তর করা হয়। 

দলের এই সিদ্ধান্তে নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় তার সমর্থকরা মিষ্টি বিতরণ করেছেন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। 

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মঞ্জুর এলাহী। সকলের কাছে দোয়া চেয়েছেন এবং নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা পাশাপাশি সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারে রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন