Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

নরসিংদীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে চৌদ্দ কেজি গাজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শাষপুর (ইটাখোলা) এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর এলাকার মৃত মিজাম উদ্দিনের ছেলে মো: ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), মো: শুক্কুর মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে মো: জীবন মিয়া (২৪) এবং মুন্সিগঞ্জের গজারিয়ার গোয়ালগাঁও এলাকার  কাউছার খানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। মনোয়ারা বেগম পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুরে হারুনের ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়ককের শিবপুরে চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে পাঁকা রাস্তা উপর থেকে চৌদ্দ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি গাড়িসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ জানান, চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকা থেকে মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। এব্যাপারে শিবপুর থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন