Logo
Logo
×

সারাদেশ

​পাইকগাছায় কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

​পাইকগাছায় কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলায় এক কৃষকের রোপণকৃত পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতির মিজান জোয়ার্দারের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার কুমখালী এলাকার বাসিন্দা কৃষক ধীমান চন্দ্র বৈদ্য (৩৮) কুমখালী মৌজায় তার ভোগদখলীয় প্রায় তিন একর জমিতে ধান চাষ করেন। ধান পাকার পর গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজান জোয়ার্দারসহ কয়েকজন ব্যক্তি ওই জমির অর্ধেক ধান দাবি করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বর ভোর রাতে পূর্বপরিকল্পিতভাবে মো. মিজান জোয়ার্দারের নেতৃত্বে মো. ইয়াছিন শেখ (৪০), মো. আলম গাজী (৩৬), আকবর গাজী (৬২)সহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে কৃষকের জমিতে প্রবেশ করে জোরপূর্বক তিন একর জমির পাঁকা ধান কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক আরও জানান, ঘটনার বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই কৃষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মুকুন্দ সানা, ধীরাজ সানা, শ্রীবাস মণ্ডল, মদন মোহন মণ্ডল, তপন বৈদ্যসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজান জোয়ার্দার বলেন, আমি কিংবা আমার লোকজন ধান কাটেননি। উপজেলা মৎস্যজীবী লীগ নেতা বাবু গাইনের নেতৃত্বে কিছু লোক ওই জমির ধান কেটে ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন