ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এর আগে মধ্যরাতের পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে চ্যানেলের বিকন বাতি ও বিভিন্ন মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন নৌরুটে অপেক্ষমাণ যানবাহনের চালক ও যাত্রীরা। তবে এখনো কোনো দীর্ঘ যানজট বা সিরিয়াল সৃষ্টি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহাম্মদ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৫টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ছোট ও বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে।



