কিশোরগঞ্জ–১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে ২০ কিলোমিটারজুড়ে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত পাঁচ প্রার্থী ও তাদের হাজারো নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। প্রায় ২০ কিলোমিটারজুড়ে চলা এ কর্মসূচিতে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পয়েন্টে একযোগে মানববন্ধন ও বিক্ষোভে নামেন মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী ও তাদের সমর্থকরা। দীর্ঘ প্রায় ২০ কিলোমিটারজুড়ে চলা এই কর্মসূচির ফলে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
কর্মসূচিতে একসঙ্গে অংশ নেন মনোনয়নবঞ্চিত পাঁচ প্রার্থীরা হচ্ছেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম।
এসময় নেতারা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত মনোনয়ন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। বিকেল সাড়ে ৫টায় কর্মসূচি সাময়িকভাবে শেষ করা হয়। তবে আগামীকাল রেলপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা যৌথ উদ্যোগে এর আগে একাধিকবার সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, ঝাড়ু– মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত পালন করে আসছে।



