Logo
Logo
×

সারাদেশ

অপহৃত লোটো শো-রুম মালিকের মরদেহ উদ্ধার

Icon

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

অপহৃত লোটো শো-রুম মালিকের মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক ঘণ্টা পর আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লোটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়িটি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় তারা।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে। এতে অপহরণের পুরো দৃশ্য ধরা পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা দ্রুততার সঙ্গে ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন