কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন সেলিম ভূঁইয়া
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হোমনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব।
মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
এ ছাড়া উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু নাছের ওয়াহেদ সম্পদ, মো. শাজাহান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়া মুছা, মো. সাইফুল ইসলাম রাজা, মো. শাহ আলম হিমেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে কুমিল্লা-২ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।



