Logo
Logo
×

সারাদেশ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য আজ শনিবার (২০ ডিসেম্বর) সিলেট ও রংপুর নগরীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উভয় শহরেই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সিলেট সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি জানিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে।

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাডা, ভাতালিয়া ফিডারের সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর ও শামীমাবাদসহ আশপাশের এলাকা।

রংপুর অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম জানান, ১১ কেভি শাপলা ও আবহাওয়া ফিডারের আওতাধীন লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শাপলা ফিডারের আওতায়: নগরীর চন্দ্রার মোড়, চারতলা মোড়, শাপলা তেলের পাম্প, চামড়া পট্টি, গ্র্যান্ড হোটেল মোড়ের রাস্তার দুই ধার, প্রেস ক্লাব গলি, জাহাজ কোম্পানি মোড় থেকে দেওয়ান বাড়ি ট্রান্সফরমার, শাহ আমানত শপিং কমপ্লেক্স, আগমনী কাউন্টার ও আদর্শ স্কুল মোড় সংলগ্ন এলাকা।

নগরীর আবহাওয়া অফিস এলাকা, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদের বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি ও রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন