Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু, দগ্ধ ৩

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু, দগ্ধ ৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়েশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই মেয়ে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায়।

বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই মেয়ে বীথি আক্তার (১৪) ও স্মৃতি আক্তার (১৭)-এর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনপি নেতা-কর্মী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেলাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। একই ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বেলাল হোসেনের মা হাজেরা বেগম বলেন, ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে তিনি ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখেন। বাইরে থেকে দরজায় তালা থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে দরজা ভেঙে বেলাল হোসেন বেরিয়ে আসেন। তার স্ত্রী নাজমা দুই হাতে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ঘরের একটি কক্ষে ঘুমিয়ে থাকা তিন নাতনির মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও ছোট নাতনি আগুনে পুড়ে মারা যায়।

বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার জানান, আগুনের ঘটনা টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, ঘটনাস্থল থেকে এক শিশুকে মৃত এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল জানান, বেলাল হোসেনের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার দুই মেয়ের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন