Logo
Logo
×

সারাদেশ

ভালুকায় যুবক পিটিয়ে হত্যা, প্রধান অভিযুক্তসহ সাতজন আটক

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

ভালুকায় যুবক পিটিয়ে হত্যা, প্রধান অভিযুক্তসহ সাতজন আটক

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

শনিবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক দল ময়মনসিংহের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে এই সাতজনকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, কয়েক দিন আগে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দ্রুত বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি তদন্তে পুলিশ ও র‍্যাব যৌথভাবে কাজ শুরু করে।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনে অধিকতর তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন