মহান বিজয় দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে এক বীরত্বগাথার মধ্যদিয়ে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল একটি নতুন নাম বাংলাদেশ। বিজয়ের ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পর্দাপন করেছে দেশটি। তাই সারাদেশের মতো কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
দিবস উপলক্ষ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন হয়ে হয়েছে নানা আয়োজন। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও বধ্যভূমিতে পূষ্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ছাত্র প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ।
পরে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সি়ভিল ডিফেন্স,স্কাউট, গার্লসগাইডসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এরপরে কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের অদম্য সাহসিকতায় দেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছেন। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সেইসব ইতিহাস সঠিকভাবে জানাতে হবে। কারণ তরুণরাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়েই বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
সভায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, ফজলুল কাদের চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে ৫০জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তযোদ্ধা পরিবারকে পাঁচ হাজার টাকা করে দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার উপহার প্রদান করা হয়। এরপরে শহীদ মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বিকালে জেলা প্রশাসনের প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ, কক্সবাজার সমুদ্র সৈকতে সাফিং ও জেট স্কী প্রদর্শনী. সন্ধ্যায় সৈকতের লবণী পয়েন্টে ৩ দিনের বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
এদিকে দিবসটি কক্সবাজারে বিভিন্ন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।



