নরসিংদীতে শহীদ ইমনের বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তদের অগুন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীতে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইমনের বাড়ির খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই সময় আশেপাশের আরও তিনটি বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা শহীদ ইমন, প্রতিবেশী হিরন মিয়া ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। মসজিদের মাইকে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী নিজেরাই একত্রিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পর পর তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কের মধ্যে রাত্রিযাপন করেন এলাকাবাসী।
পলাশ থানার ওসি মো. শাহেদ আল মামুন বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শহীদ ইমনের পরিবারের সদস্যসহ এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



