শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখা।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহরের নগুয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
শহর শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আ. ম. ম. আবদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নঈমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়াসহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



