Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে ডিসি, এসপির নামে প্রতারক চক্র সক্রিয়

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

কক্সবাজারে ডিসি, এসপির নামে প্রতারক চক্র সক্রিয়

ছবি : সংগৃহীত

কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। জেলা প্রশাসক ও সুপারের নাম ও ছবি ব্যবহার করে পৃথক দুইটি ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ খুলে এমন প্রতারক চক্র সক্রিয় হওয়ার কথা বলেছেন স্ব-স্ব কর্তৃপক্ষ।

এনিয়ে পৃথকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে।

এর মধ্যে ডিসি কক্সবাজার নামের ফেসবুক ফেইজে মঙ্গলবার দুপুরে বিশেষ সতর্কতা বার্তায় বলা হয়েছে, জেলা প্রশাসক, কক্সবাজার এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে৷ এ ধরনের কর্মকান্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

পোষ্টটির সাথে একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে ০১৭৬৪৮৮৪৩৯০ নম্বরের হোয়াটসঅ্যাপে ব্যবহার করা হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের ছবি। নিচে নামটিও একই লেখা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের ফেইজে বুধবার দুপুরে আরও একটি বিশেষ সতর্কতা পোষ্ট দেয়া হয়। যেখানে বলা হয়েছে, মোবাইল নম্বর ০১৮৬৪৯০১৭৬৫ ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবির অপব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কারও বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হলো। সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ওখানে ব্যবহার করা ছবিটিতে নম্বরটি হোয়াটসঅ্যাপে পুলিশ সুপার ছবি ব্যবহার করা হয়েছে।

কক্সবাজারে পৃথক দুইটি সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে এ ধরণের প্রতারক চক্র করা তা শনাক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন বলে জানানো হয়েছে স্ব-স্ব কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন