Logo
Logo
×

সারাদেশ

শীঘ্রই নরসিংদীতে যৌথ অভিযান পরিচালিত হবে: স্বারাষ্ট্র উপদেষ্টা

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

শীঘ্রই নরসিংদীতে যৌথ অভিযান পরিচালিত হবে: স্বারাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে শীঘ্রই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা রায়পুরা পূর্বে যেখানে টেঁটা ব্যবহৃত হতো, সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু সেখানে সন্ত্রাসী-অপরাধীদের আড্ডা অনেক বেশি, সেখানে কম্বিং অভিযনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর পুলিশলাইনসে জেলা পুলিশের অস্ত্রাগাড়, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও জেলা কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯ জুলাই জেলখানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদী পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। ইতিমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে। কয়েদীদের মধ্যে বেশিরভাগ মাদকের আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে। নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনার পাশাপাশি পুলিশের মনবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেই সাথে পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধির তাগিদ দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল-ফারুক প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন