গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৮ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। ভোররাতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে –৭ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত কয়েকটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা এবং দেশীয় অস্ত্র।
কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা মো: খালিদ হোসেন জানান, অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন।



