পঞ্চগড়ে টানা পাঁচ দিন ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। এতে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়ে গেছে, আর ঠান্ডার চাপ সামলাতে ঘরেই থাকতে হচ্ছে অনেককে। রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন নিম্নআয়ের মানুষজন। হাড়কাঁপানো এই পরিস্থিতিতে মাঠে-ঘাটে বের হতে তাদের বেগ পেতে হচ্ছে সবচেয়ে বেশি।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। সকাল বেলায় হালকা কুয়াশা দেখা গেলেও সূর্য ওঠার পরও তেমন উষ্ণতা মিলেনি।
এর আগের দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর)ও একই তাপমাত্রা রেকর্ড হয়। সেদিন আর্দ্রতা ছুঁয়েছিল ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (৮ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৪ শতাংশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি।
রোববার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি এবং আর্দ্রতা ৯৯ শতাংশ; সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি।
টানা কয়েক দিনের এমন ঠান্ডা ও তাপমাত্রার অল্প ওঠানামা শীতের প্রকোপ আরও বাড়িয়ে তুলেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।



