Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে 'এসো বদলাই দেশ বদলাই পৃথিবী' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

কুড়িগ্রামে 'এসো বদলাই দেশ বদলাই পৃথিবী' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে 'এসো বদলাই দেশ বদলাই পৃথিবী' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে 'এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী' শীর্ষক আলোচনার সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করে।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এতে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, ইউনাইটেড  প্রেস ক্লাবের আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু  বলেন, "বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণআন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু দুঃখের বিষয় যুগে যুগে রাজনৈতিক দলগুলোই তরুণদেরকে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং প্রতারিত করেছে। তরুণদের উন্নয়নে কাজ করার কথা বললেও কেউ কথা রাখেনি। 

আলোচনা সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, "২৪ এর গণঅভ্যুত্থানের ফলে তরুণরা আজকে সর্বক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে। যা তরুণদের সৌভাগ্যের ব্যাপার।  তরুণরাই গড়বে দেশ, বদলাবে পৃথিবী।" 

তিনি আরো বলেন, জেলা তথ্য অফিসের এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিগত দিনে এমন আয়োজন কখনোই ছিল না। আমরা চাই তরুণদের এগিয়ে নিতে এ ধারা অব্যাহত থাকুক।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন