Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোল সহ দুইজন গ্রেফতার

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোল সহ দুইজন গ্রেফতার

ছবি : সংগৃহীত

বগুড়ায় প্রায় ১৭ কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার ( ডিসেম্বর) রাতে শহরের পালশা চৌকির পাড় এলাকার রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার আবুল আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়ার সিপিএসসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

তিনি জানান, রুহান প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেবেল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব তৎপরতা শুরু করে এবং সোমবার রাতে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল রাজস্বের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা।

তিনি আরও জানান, এ ছাড়া অভিযানে নকল আকিজ, আবুল, গ্রামীণসোনালী বিড়ির মোট হাজারো প্যাকেট মোড়ক, বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার, ১,৪০০টি স্টিলের লেবেল প্লেট, আকিজ বিড়ির নিরাপত্তা লোগো যুক্ত ১,৫০০টি কালো গামটেপ, দুটি মোবাইল ফোননগদ ১০ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়েছেগ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন